এক নজরে: মাধ্যমিক পরীক্ষা ২০২৪ ফলাফল
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকলকে জানাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা । প্রিয় ছাত্রদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।
Wipro Earthian Awards -2020
Wipro প্রতি বছর সারা ভারতবর্ষের স্কুলগুলিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে।এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং সাস্টেইনিবিলিটি এডুকেশন এর প্রসার ঘটানো।পশ্চিমবঙ্গে PUPA এটির পরিচালনা করে। এবছর আমাদের বিদ্যালয়ের পায়েল সাঁতরা,স্বপ্নময় সেন,ঐশী ঘোষ,তানিয়া মন্ডল এবং শ্রেয়া দাস এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। তারা নিজেদের বাড়িতে সারাবছরের জলের চাহিদা এবং যোগানের একটি বিজ্ঞান ভিত্তিক সার্ভে করে। সারাবছর তাদের বাড়িতে কত পরিমান বৃষ্টির জল পড়ে তার একটি সার্ভে করে এবং এই জল ব্যবহার করলে সারাবছরে মোট কত জল তারা বাঁচাতে পারবে সেই সংক্রান্ত একটি 250 পাতার রিপোর্ট প্রস্তুত করে অনলাইনে সাবমিট করে।তাদের এই কাজের জন্য তারা 2020 earthian প্রতিযোগিতার বিজয়ী হয়। 2018 সালেও আমাদের বিদ্যালয়ের ছাত্ররা এই প্রতিযোগিতায় বিজয়ী হয় এবং ব্যাঙ্গালোরে গিয়ে Wipro র CEO আজিম প্রেমজির হাত থেকে পুরস্কার গ্রহণ করে।এবছর করোনার কারনে Wipro পুরস্কার স্কুলে পাঠিয়ে দেয়। ছবিতে ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষক মহাশয় শ্রী সুদীপ্ত কুমার মন্ডলের কাছ থেকে সেই পুরস্কার গ্রহণ করছে। এদের প্রজেক্ট টিকে বাস্তবায়িত করার জন্য wipro বিদ্যালয়কে পঞ্চাশ হাজার টাকাও পুরষ্কার হিসাবে দেয়।
Mission Invention 2019
Mission Invention 2019 আনন্দবাজার পত্রিকা এবং SRM বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্দ্যগে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র অনিকেত ওঝা এবং তমজিত ঘোড়ুই অংশগ্রহন করে এবং সেরা আটের মধ্যে জায়গা করে নেয়।বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় গায়ক শ্রীযুক্ত অনুপম রায়ের হাত থেকে ওরা পুরস্কার গ্রহণ করে।পরবর্তী কালে The Telegraph এবং আনন্দবাজার পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়।এই প্রতিযোগিতায় তারা আনাজের খোসা থেকে super absorbant polymer প্রস্তুত করে সবাইকে চমকে দেয়।এটি দেখতে আনাজের খোসার মত কিন্তু তাতে জল যোগ করলে সেটি আঠালো জেলে পরিণত হয়। প্রসঙ্গত উল্লেখ্য এই কাজটি বিদ্যালয়ের শিক্ষকদের সাহায্যে প্রায় একবছর ধরে বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েরা বিদ্যালয়ের ক্লাসের মাঝে সময় বের করে শেষ করে।এরা হল ব্র্তিন তরফদার,তিতাস নস্কর,ত্রিয়াসা পাল,সায়ন সাধুখাঁঁ এবং অন্যান্য।
National Children Science congress 2019
শ্রীজা সাউ এবং সায়ন ঘোষালের এই প্রজেক্টটি 2019 সালে সমগ্র বজ বজে সাড়া ফেলে দেয়।আগে প্রজেক্টটির সাফল্য গুলো দেখে নেওয়া যাক। 1)state science and technology congress 2020 তে এটি বেস্ট রিসার্চ পেপার প্রেজেন্টেশন পুরস্কার পায়। 2) National Children Science congress 2019 এ এটি রাজ্য স্তরের বিজয়ী প্রজেক্ট গুলোর একটি।পরে এটি পশ্চিমবঙ্গ থেকে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করে। 3)দক্ষিণ 24 পরগনা জেলা ছাত্র যুব বিজ্ঞান মেলা 2019 এ এটি জেলার মধ্যে দ্বিতীয় হয়। তারা সমগ্র বজ বজের বেশ কয়েকটি নামকরা মিষ্টি দোকানের রঙিন মিষ্টি র উপর একটি সার্ভে করে এবং এই সব মিষ্টিতে কি কি ক্ষতিকর রঙ ব্যবহার করা হয় তার সম্পর্কে একটি প্রজেক্ট রিপোর্ট তৈরি করে।তারপর তারা পাতা থেকে ক্লোরোফিল এবং ফুল থেকে ক্যারটিনওয়েডস পিগমেন্ট এক্সট্রাক্ট করে তা থেকে সবুজ এবং হলুদ রঙের মিষ্টি প্রস্তুত করতে সক্ষম হয়।তারা যে সবুজ রসগোল্লা প্রস্তুত করে তার নাম দেয় ক্লোরোগল্লা এবং হলুদ রসগোল্লার নাম দেয় মেরিগোল্লা।এগুলি খেতে রসগোল্লার মত কিন্তু দেখতে আকর্ষণীয় এবং প্রাকৃতিক।
Wipro earthian awards 2018
Wipro প্রতি বছর সারা ভারতবর্ষের স্কুল গুলিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে।এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং সাস্টেইনিবিলিটি এডুকেশন এর প্রসার ঘটানো।পশ্চিম বঙ্গে PUPA এটির পরিচালনা করে। এবছর আমাদের বিদ্যালয়ের ছাত্র সৌনক প্রামানিক,সৌনক দাস,হর্ষ ভৌমিক,রিতম ব্যানার্জি এবং দীপ চ্যাটার্জি এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।তারা সম্পূর্ণ স্কুলের সারাবছরের জলের চাহিদা এবং যোগানের একটি বিজ্ঞান ভিত্তিক সার্ভে করে।তারা সারাবছর স্কুল প্রাঙ্গনে কি পরিমান বৃষ্টির জল পরে তার একটি সার্ভে করে এবং এই জল ব্যবহার করলে সারাবছরে মোট কত জল তারা বাঁচাতে পারবে সেই সংক্রান্ত একটি 60 পাতার রিপোর্ট প্রস্তুত করে অনলাইনে সাবমিট করে।তাদের এই কাজের জন্য তার 2018 earthian প্রতিযোগিতার বিজয়ী হয় এবং ব্যাঙ্গালোরে গিয়ে wipro র CEO আজিম প্রেমজি মহাশয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে।এদের প্রজেক্ট টিকে বাস্তবায়িত করার জন্য wipro বিদ্যালয়কে এক লক্ষ্য টাকা পুরষ্কার হিসাবে দেয়।
RMSA 2018
রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান আয়োজিত এই প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র অনিকেত ওঝাএবং তমজিত ঘোড়ুই অংশগ্রহন করে এবং সমগ্র জেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে।পরবর্তী কালে The Telegraph পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়।
26 th Nationnal children science congress 2018
আমাদের স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিপাশা মন্ডল এবং সৌবিক দাস এক মজার পরীক্ষা করে।ওরা আশেপাশের বেশ কিছু স্কুলের ট্যাঙ্কের জলের এবং পৌরসভা প্রদত্ত কলের জলের নমুনা সংগ্ৰহ করে ও তাদের কলোনি কাউন্ট এবং কলিফর্ম কাউন্ট নেয়।তারা এর থেকে প্রমান করে পৌরসভা দ্বারা সরবরাহ করা জল পান করা স্বাস্থ্যের পক্ষে ভাল এবং অধিকাংশ ক্ষেত্রে কনটামিনেশন ঘটে স্কুলের অপরিচ্ছন্ন ট্যাঙ্ক থেকে।তারা এও প্রমান করে উচ্চ্চাপে জল সংরক্ষন করলে তাতে মাইক্রোবায়াল গ্রোথ কম ঘটে। তাদের এই কাজের স্বীকৃতি স্বরূপ তারা রাজ্য স্তরের বিজয়ী হিসাবে NCSC 2018 তে পার্টিসিপেট করার সুযোগ পায়। তাদের এই কাজটি ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2019 এ উপস্থাপিত করারও সুযোগ তারা পায়।এটি এবছর পাঞ্জাবে অনুষ্ঠিত হয় এবং ভারতের প্রধানমন্ত্রী এর উদ্বোধন করেন।
26 th Nationnal children science congress 2018
খুদে বিজ্ঞানিদের প্রতিভা প্রকাশ করার এই জাতীয় স্তরের প্রতিযোগিতাটি প্রতি বছর অনুষ্ঠিত হয়।তিনটি স্তরে এই প্রতিযোগিতাটি সম্পন্ন হয়।জেলা স্তরের বিজয়ীরা রাজ্যস্তরে যায় এবং রাজ্যস্তরে বিজয়ীরা জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করে।এবছর ভারতের 29 টা রাজ্য,7 টা কেন্দ্র শাসিত অঞ্চল এবং আশিয়ান ও গালফ দেশের বাছাই করা প্রজেক্টের মধ্যে প্রতিযোগিতা হয়। আমাদের বিদ্যালয়ের রিক মন্ডল এবং রুদ্র প্রতাপ পতির প্রজেক্টটি এখানে সেরা প্রজেক্টগুলির মধ্যে বিবেচিত হয়।এটি এবছর পশ্চিমবঙ্গের একমাত্র A প্লাস প্রাপ্ত প্রজেক্ট হিসাবে নির্বাচিত হয়।
Mission Invention 2018
আনন্দ বাজার পত্রিকা এবং SRM বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্দ্যগে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের সেক নূর রহমান এবং সায়ন্তিকা মন্ডল অংশগ্রহন করে এবং রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে।বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা শ্রীযুক্ত সব্যসাচী বাবুর হাত থেকে ওরা পুরস্কার গ্রহণ করে।পরবর্তী কালে The Telegraph এবং আনন্দ বাজার পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য সায়ন্তিকা এবং নূর এর সঙ্গে আমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ঋক মন্ডল,প্রিয়জিৎ ঘোষ,অর্ক প্রভ পাল এবং অঙ্কন অধিকারী যৌথভাবে প্রায় এক বছর ধরে বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় এই প্রজেক্টের কাজটি সম্পন্ন করে।
Eastern India Science Fair 2018
পূর্ব ভারতের রাজ্যগুলির বাছাই করা প্রজেক্ট নিয়ে এই প্রতিযোগিতা হয়ে থাকে।এবছর আমাদের স্কুল দুটি বিভাগেই প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।মাধ্যমিক স্তরে অংশগ্রহণ করে রিক মন্ডল এবং শেখ নূর রহমান আর উচ্চমাধ্যমিক স্তরে অংশগ্রহণ করে তিতাস নস্কর এবং ত্রিয়াশা পাল। মাধ্যমিক স্তরের আমাদের ছাত্ররা স্টেট বেস্ট মডেল এর পুরস্কারটি অর্জন করে।এই নিয়ে পর পর দুবছর এই প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য ভাল ফল করল।
Eastern India Science Fair 2017
পূর্ব ভারতের 13 টি রাজ্যের বাছাই করা প্রজেক্ট গুলোর মধ্যে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের ছাত্রী তিয়াশা নস্কর এবং সৌরিমা সাহা প্রথম স্থান অধিকার করে।তারা বিভিন্ন রিসার্চ পেপার ঘেঁটে এটা প্রমান করে RO water purifier এর প্রয়োজন কোলকাতায় নেই,এতে শুধু জলের অপচয় ঘটে তাই নয় উপরন্তু এই জল পান করা স্বাস্থের পক্ষে ক্ষতিকরও।তারা একটি water purifier এর স্বয়ংক্রিয় মডেল ও তৈরি করে যেটা করতে তাদের সাহায্য করে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নীলাঞ্জন দাস।
রাজ্য ছাত্র যুব বিজ্ঞান মেলা 2016
রাজ্য ছাত্র যুব বিজ্ঞান মেলা 2016 আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী তিয়াশা নস্কর এবং সৌরিমা সাহা উচ্চমাধ্যমিক বিভাগে রাজ্যের মধ্যে প্রথম।রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত অরূপ বিশ্বাস এবং শ্রীযুক্ত লক্ষী রতন শুকলার কাছ থেকে তারা এক লক্ষ টাকার পুরস্কার এবং ট্রফি গ্রহণ করছে। এই প্রতিযোগিতাটি দুটি ধাপে সম্পন্ন হয়।জেলা স্তরের বিজয়ীরা রাজ্যস্তরে অংশ গ্রহন করার সুযোগ পায়।আমাদের বিদ্যালয় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দুটি স্তরেই জেলার মধ্যে প্রথম হয়ে রাজ্য স্তরে অংশগ্রহণ করে। মাধ্যমিক স্তরে কৃষ্ণেন্দু মন্ডল এবং উজান দত্ত অংশ গ্রহন করে।আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নীলাঞ্জন দাস মডেল তৈরিতে তাদের সাহায্য করে।
রাজ্য ছাত্র যুব বিজ্ঞান মেলা 2015
রাজ্য ছাত্র যুব বিজ্ঞান মেলা 2015। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী র উপস্থিতিতে প্রথম পুরস্কার গ্রহণ করছে আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র আকাশ অধিকারী ও নারায়ণ চন্দ্র দাস।
International space settlement design contest 2011
আমাদের ছাত্র অরিন্দম ধাওয়া,অমর্ত্য মজুমদার, কৃষ্ণেন্দু পাড়ুই,সব্যসাচী মন্ডল এবং সেক মাসুক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং NASA দ্বারা ওদের প্রজেক্টটি স্বীকৃতি পায়।
অর্পণ বোস, প্রথম স্থান, জাতীয় যোগাসন প্রতিযোগিতা
আমাদের ছাত্র অর্পণ বোস জাতীয় যোগাসন প্রতিযোগিতায় ১৪-১৮ গ্ৰুপে প্রথম স্থান অধিকার করেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের প্রিয় ছাত্রের জন্য রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।
MADHYAMIK & HIGHER SECONDARY EXAMINATION,2020
CONGRATULATIONS TO ALL OUR DEAR STUDENTS FOR THEIR EXCELLENT ACHIEVEMENT IN MADHYAMIK & HIGHER SECONDARY EXAMINATION,2020
ARNAB DAS
School topper in HS,2020 Total marks obtained:483 (96.6%)
SATWIK GHOSH
School topper in Madhyamik Examination,2020 Total marks obtained:676 (96.6%) 16th Rank in West Bengal
SOFDVINE © . All contents are copyright of their authors.